নিজে নিজে সেটআপ করুন উইন্ডোজ এক্সপি(XP)।(অভিজ্ঞদের জন্য নয়।
এক্সপিসেটআপ করার জন্য প্রথমে আপনার সিডি রমে একটি এক্সপির
সিডি ঢুকান। তারপরপিসি রির্স্টাট দিন। হেএ একটা
কথা বলতে ভুলে গেছি। এক্সপি
সেটআপ দিতে গেলেপ্রথমে আপনাকে BIOS থেকে আপনার First Boot Device সিডি রম করে নিতে
হবে।এটি করবেন কিভাবে? যখন আপনার পিসি চালু হবে প্রথমে
দেখবেন BIOS এ ঢুকারজন্য F2 প্রেস করতে হবে। আগের মাদারবোর্ড গুলোতে Del প্রেস করতে হতো।কিন্তু বর্তমানের মাদারবোর্ড গুলোর বেশিভাগই F2 দিয়ে BIOS
এ
ঢুকতে হয়। BIOS থেকে First Boot Device সিডি রম
করে সেভ করে বের হয়ে আসুন। সেভ
করেবের হওয়ার সময় পিসি রির্স্টাট হবে। এইবার
ধাপে ধাপে নিচের কাজগুলোসম্পন্ন করুন।
১. পিসি রির্স্টাট হয়ে চালু হওয়ার সময় নিচের ছবিটিআসবে। যে কোন একটি কী প্রেস করুন আপনার কী বোর্ড থেকে। তার পর একটুঅপেক্ষা করুন।
ছবি-১

ছবি-১

২.কিছুসময় অপেক্ষা করার পর আপনার স্ক্রীনে নিচের ছবিটি
আসবে। এখানে আপনিতিনটি অপশন পাবেন। নতুন
এক্সপি সেটআপ করতে Enter চাপুন। আর
পুরাতন এক্সপিরিপিয়ার করতে R চাপুন। আর যদি
কিছু না করে বের হয়ে যেতে চান তাহলে F3 চাপুন। আমরা যেহেতু নতুন করে এক্সপি সেটআপের কথা বলছি তাই এখানে Enter
চাপুন।
ছবি-২

ছবি-২

৩.আপনি Enter চাপার সাথে সাথে নিচের ছবির মত একটি
স্ক্রীন আসবে। এটি হলো
Windows XP Licensing Agreement । Windows
XP Licensing Agreement মেনেনিতে আপনি কীবোর্ড থেকে F8 চাপুন। F8 চাপা মনে হলো I agree ।
ছবি-৩

ছবি-৩

৪.আপনি F8 প্রেস করে যখনি Windows XP Licensing Agreement মেনে নিবেন
তখনইনিচের স্ক্রীনটি আসবে। নিচের
ছবিটি একটি নন পার্টিশন হার্ডডিস্কের।এক্ষেত্রে
এই জায়গায় আপনার কম্পিউটারের হার্ডডিস্কে যে কয়টি ড্রাইভ আছেতা এখানে দেখাবে। প্রথমটি সি ড্রাইভ হবে। এখান
থেকে আপনি কোন ড্রাইভেএক্সপি সেটআপ করতে চান তা সিলেক্ট করে Enter প্রেস
করুন।
ছবি- ৪

ছবি- ৪

৫.আপনি ড্রাইভ সিলেক্ট করে Enter প্রেস করলে নিচের
স্ক্রীনটি আসবে। এখানেআপনি
পাঁচটি ক্যাটগরি পাবেন। আপনি
আপনার পার্টিশনটি কোন ক্যাটগরিতে ফরমেটকরতে চান তা সিলেক্ট করে Enter প্রেস
করুন।
ছবি-৫

ছবি-৫

৬.ফরমেট অপশন থেকে ক্যাটগরি সিলেক্ট করে Enter প্রেস
করার পর আপনারপার্টিশনটি ফরমেট হবে এবং উইন্ডোজের ফাইলগুলো কপি হবে। তখন নিচেরস্ক্রীনের মত দেখাবে। এই কাজের জন্য কিছু সময় দরকার হবে। কপি ১০০% নাহওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
ছবি-৬

ছবি-৬

ফাইল কপি করা ১০০% হয়ে গেলে আপনার পিসি রির্স্টাট নিবে।
৭.এইবার পিসি রির্স্টাট নেওয়ার সময় প্রথম ছবিটির
স্ক্রীনটি আসলে কোন কিছুপ্রেস করার দরকার হবে না বা আপনাকে কিছুই করতে হবে না। এক্সপি বুট স্ক্রীনআসবে একটু পর। বুট স্ক্রীন থেকে সরাসরি আপনাকে নিচের স্ক্রীনে নিয়ে যাবে।এখানেও কিছু করতে হবে। শুধু
অপেক্ষা করুন।
ছবি-৭

ছবি-৭

৮.৪/৫ মিনিট অপেক্ষা করার পর দেখবেন একটি উইন্ডো এসেছে। নিচের ছবির মত। এটিহচ্ছে
Regional and Language Options উইন্ডো। এখান
থেকে Next বাটনে ক্লিককরুন।
ছবি-৮

ছবি-৮

৯.উপরের ছবিতে দেখানো উইন্ডো থেকে Next করার পর
আর একটি উইন্ডো আসবে। নিচেরছবির
মত। এটি হচ্ছে Personalize Your Software উইন্ডো। এখানে আপনার নামদিন এবং আপনার প্রতিষ্টানের নাম দিন। তারপর Next বাটনে ক্লিক করুন।
ছবি-৯

ছবি-৯

১০.উপরের ছবিতে দেখানো উইন্ডো থেকে Next করার পর
নতুন আর একটি উইন্ডো আসবে।এটা
হচ্ছে Your Product Key উইন্ডো। নিচের
ছবির মত। এখানে আপনার পাঁচটি ঘরদেখতে পাবেন। এখানে আপনার এক্সপি সিরিয়াল নাম্বার টি টাইপ করুন। এখানেএকটা কথা থেকে যায়। আপনি
সিরিয়াল নাম্বারটি কোথায় পাবেন? সিরিয়ালনাম্বারটি সিডির কাভারে লেখা থাকে বা যার কাছ থেকে
সিডি কালেকশন করেছেনউনার কাছ থেকে পাবেন। সিরিয়াল
নাম্বারটি দিয়ে Next বাটনে ক্লিক করুন।
ছবি-১০

ছবি-১০

১১. Your Product Key উইন্ডো থেকে Next
করার
পর নিচের ছবির মত আর একটি উইন্ডোআসবে। এটি হলো Computer
Name and Administrator Password উইন্ডো। এখানেআপনার
কম্পিউটারের নাম দিন। আর Administrator
পাসওর্য়াড
দিতে চাইলে নিচেরদুইটি ঘরে পাসওর্য়াড দিন। আর
পাসওর্য়াড দিতে না চাইলে ঘরগুলো খালিরাখুন। তারপর Next
বাটনে
ক্লিক করুন।
ছবি-১১
ছবি-১১

১২.উপরে দেখানো উইন্ডোতে Next করার পর আবার
নতুন একটি উইন্ডো আসবে। নিচেরছবির
মত। এটি হলো Date and Time Settings উইন্ডো। এখানে তারিখ, সময়সবকিছু ঠিক করে নিন এবং নিচের
টাইম জোনের ঘরের ড্রপডাউন ম্যানু থেকেবাংলাদেশে টাইম জোন্(GMT +6:00
Astana,Dhaka) সিলেক্ট করুন। তারপর Next
বাটনে
ক্লিক করুন।
ছবি-১২

ছবি-১২

১৩.উপরের উইন্ডো থেকে Next করার পর একটু
অপেক্ষা করুন। একটু পর
দেখবেন নতুনএকটি উইন্ডো এসেছে নিচের ছবির মত। এটি হলো Networking
Settings উইন্ডো।এখান থেকে Typical Settings সিলেক্ট করুন। তারপর Next বাটনে ক্লিক করুন।
ছবি-১৩

ছবি-১৩

১৪. Networking Settings উইন্ডো থেকে Next
করার
পর আবার নতুন একটি উইন্ডো আসবেনিচের চিত্রের মত। এটি হলো Workgroup
or Computer Domain উইন্ডো। এখানথেকে
নিচের চিত্রের মত প্রথমটি সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন। আপনিচাইলে এখান থেকে আপনার ওর্য়াকগ্রুপ টা চেঞ্জ করে দিতে
পারেন।
ছবি-১৪

ছবি-১৪

এইউইন্ডোতে Next করার পর আর নতুন করে কোন উইন্ডো আসবে
না। ২০/৩০ মিনিট সময়নিয়ে আপনার কম্পিউটার কনফিগার করবে। কনফিগার করা শেষ হলে পিসি অটোমেটিকরির্স্টাট নিবে।
১৫. কম্পিউটার রির্স্টাট নেওয়ার পর নিচের ছবির মতস্ক্রীনটি
আসবে। এই উইন্ডোটি হলো Display Settings উইন্ডো। এখানে Ok বাটনেক্লিক করুন।
ছবি-১৫

ছবি-১৫

১৬. Display Settings উইন্ডোতে Ok
করার
পরে নিচের ছবির মত একটি নতুন উইন্ডোআসবে। এটি হলো Monitor
Settings উইন্ডো। এই উইন্ডোতে Ok বাটনে ক্লিক করুন।
ছবি-১৬

ছবি-১৬

১৭. Display Settings এবং Monitor
Settings এই উইন্ডো দুইটিতে Ok করার পরনিচের ছবির মত একটি স্ক্রীন আপনার সামনে হাজির হবে। এটি হলো Welcome to Microsoft Windows স্ক্রীন। এই স্ক্রীনে Next বাটনে ক্লিক করুন।
ছবি-১৭

ছবি-১৭

১৮. Welcome to Microsoft Windows স্ক্রীন থেকে Next
করার
পর নিচের ছবির মত Help protect your PC এই স্ক্রীনটি আসবে। এখনে থেকে Not right now সিলেক্টকরে Next
বাটনে
ক্লিক করুন। এখানে আপনি Help protect my PC by turning on
Automatic Updates now এই অপশনটিও সিলেক্ট করতে পারনে। তাতে আপনারইন্টারনেট কানেকশন দরকার হবে। রেজিষ্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে। অনেকঝামেলা। তাই
সেদিকে গেলাম না।
ছবি-১৮

ছবি-১৮

১৯. Welcome to Microsoft Windows স্ক্রীন থেকে Not
right now সিলেক্ট করে Next দেওয়ার পর নিচের ছবির মত Who will use this
computer? স্ক্রীন আসবে।এখানে আপনি আপনার
প্রয়োজন মত ইউজান নেম দিয়ে ইউজার একাউন্ট তৈরী করেনিতে পারেন। ইউজার নেম দিয়ে Next বাটনে ক্লিক করুন।
এখনে একটি কথা বলেরাখা দরকার মনে বলে মনে করছি। তাহলো যদি আপনি কোন ইউজার একউন্ট না করেসরাসরি Administrator একাউন্ট ব্যবহার করতে চান তাহলে এই জায়গায় আসার পরকোন ইউজান নেম না দিয়ে পিসিটি ম্যানুয়ালি রির্স্টাট করুন।
ছবি-১৯

এখনে একটি কথা বলেরাখা দরকার মনে বলে মনে করছি। তাহলো যদি আপনি কোন ইউজার একউন্ট না করেসরাসরি Administrator একাউন্ট ব্যবহার করতে চান তাহলে এই জায়গায় আসার পরকোন ইউজান নেম না দিয়ে পিসিটি ম্যানুয়ালি রির্স্টাট করুন।
ছবি-১৯

২০. Who will use this computer? স্ক্রীনে ইউজার
নেম দিয়ে Next দিলে Thank you স্ক্রীন আসবে। নিচের ছবির মত। এটি হলো
আপনার এক্সপি সেটআপের শেষ ধাপ।এই
স্ক্রীন থেকে Finish বাটনে ক্লিক করুন। ব্যাস!!!!
হয়ে গেল আপনারএক্সপি সেটআপ।
ছবি-২০
ছবি-২০

নোট:-
১. আপনারএখান
থেকে উইন্ডোজ এক্সপি সেটআপের সিমিলুশনটা ডাউনলোড করতে পারেন। এইটির সাথে উপরেরবর্ণনার অনেক মিল পাবেন। এটি দিয়ে কাল্পনিক সেটআপটা দেখে নিতে পারেন।সাইজ প্রায় ৬৫০ কেবি।
২. আরএখান
থেকে VMware Player সফটওয়্যারটি ডালো করে প্র্যাকটিস করতে পারেন। এটিউইন্ডোজের অন্যান্য সফটওয়্যারের মত করে সেটআপ করতে হবে। আর এটি একটিভার্চুয়াল পিসি তৈরী করবে আপনার পিসিতে। যা দিয়ে আপনি বিভিন্ন অপারেটিংসিস্টেম সেটআপ, নেটওর্য়াকিং
ইত্যাদি প্র্যাকটিস করতে পারেন। সাইজ ১০৪.১১এমবি।
No comments:
Post a Comment